আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রবিবার ফোন দেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো।
সংবাদ সংস্থা রয়টার্স ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের বরাতে জানিয়েছে, পুতিনের সঙ্গে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্ট নিয়ে কথা বলেছেন ম্যাক্রোঁ। পুতিনকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, প্লান্টে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, রুশ সেনাবাহিনী এটি দখল করার কারণে।
তাছাড়া পুতিনের প্রতি ম্যাক্রোঁ আহ্বান জানিয়েছেন, রুশ সেনারা যেন প্লান্ট থেকে ভারি ও হালকা অস্ত্র সরিয়ে ফেলে। তাছাড়া তিনি আহ্বান জানিয়েছেন, রাশিয়া যেন আন্তর্জাতিক নিয়ম ও আণবিক সংস্থার অনুরোধ মেনে চলে।
ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এবং জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুতিনের সঙ্গে যোগাযোগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, যেন প্লান্টের নিরাপত্তা নিশ্চিতে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিনকে ম্যাঁক্রো অনুরোধ করেছেন জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তিটি কার্যকর রাখার ব্যাপারে তিনি সহায়তা করেন; যেন যেখানে প্রয়োজন সেখানে শস্যগুলোতে পৌঁছতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
সিডনির নাগরিকদের প্রতি রানির নিজ হাতে লেখা গোপন চিঠি, পড়া যাবে ৬৩ বছর পর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।