আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের যুবরাজ হ্যারি স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন। তবে ডিউক অব সাসেক্স-এর অভিবাসন অবস্থা ও ভিসা নিয়ে একটি মামলা চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রে চলমান অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের মধ্যে হ্যারিকেও ‘অবৈধ অভিবাসী’ বলে দেশে ফেরত পাঠানো হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুবরাজ হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানো হবে না।
সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, এখনই তেমন কোনো ভাবনা নেই তার। হ্যারি ও মেগানকে আমেরিকা ছাড়তে বলা হচ্ছে না। ট্রাম্প বলেন, আমি এখনই এটা করতে চাই না। তাকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। এমনিতেই নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন তিনি। আর সমস্যা বাড়াতে চাই না।
পরিবারের সঙ্গে মনোমালিন্যের প্রেক্ষিতে ২০২০ সালে হ্যারি ও মেগান ব্রিটেন ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন তারা। তবে হ্যারির মার্কিন ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটিশ যুবরাজ।
আরও অভিযোগ, নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য গোপন করেছিলেন হ্যারি। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, তা জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়।
হ্যারি ভিসার আবেদনে জানান, তিনি কোনো মাদক সেবন করেননি। কিন্তু বিতর্ক দানা বাঁধে তার আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশের পর। সেখানে নিজের মাদক সেবনের কথা খোলাখুলিভাবেই লিখেছেন ব্রিটেনের যুবরাজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই হ্যারির ভিসা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। ২০২৪ সালের শুরুর দিকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি ক্ষমতায় আসেন, ব্রিটেনের যুবরাজের ভিসা বিতর্কটি খতিয়ে দেখবেন। যদি মিথ্যা তথ্য দেয়ার বিষয়টি প্রমাণিত হয়, এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
হোয়াইট হাউসে ফেরার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া শুরু করেছেন ট্রাম্প। শত শত মানুষকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন।
প্রশ্ন উঠেছে, হ্যারি-মেগানকেও কি তা হলে ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেয়া হবে। যদি ভিসার আবেদনে হ্যারি মিথ্যা বলে থাকেন, তবে তার অভিবাসনও তো অবৈধ। কিন্তু এখনই হ্যারির বিরুদ্ধে পদক্ষেপের বা তাকে বহিষ্কার করার ভাবনা নেই ট্রাম্পের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।