জুমবাংলা ডেস্ক : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ‘চলার পথে কেউ যদি বিপথে যায় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেই যেই হোক-আমি তাদের ছাড়ব না। কারণ, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দিনরাত পরিশ্রম করি মানুষের জন্য। এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করে দিয়ে যাননি, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তিনি তার বুকের রক্ত দিয়ে গেছেন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কাজেই এই দেশ ব্যর্থ হতে পারে না।’
সরকার প্রধান বলেন, ‘এই দেশকে আমরা সফল করে তুলেছি। সফলতার পতাকা নিয়েই আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছে সেই মর্যাদা আরও বৃদ্ধি পাবে। জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।