স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এনে দিয়ে দিয়েছে যুবারা। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেটে বিশ্বকাপ জেতে বাংলাদেশ। যুবাদের এমন অর্জনে পুরো দেশই ভাসছে আনন্দ-উল্লাসে। ছেলেদের এমন সাফল্যে সাজসাজ রব করছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে আকবর আলীদের ছবির বিশাল ব্যানার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লেখা এই ব্যানারে দেখা যাচ্ছে ট্রফি হাতে আকবর আলীদের উল্লাসের মুহূর্ত।
আজ মঙ্গলবার সকালে এই ব্যানারগুলো টানানো হয়। একটি বিশাল বড় ব্যানার ছাড়া ছোট-ছোট তিনটি ব্যনার আছে। তার মধ্যে একটি আবার নারী টো-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলকে শুভকামনা জানানো।
দেশের ক্রিকেটের এমন সাফল্যে আরও নানা আয়োজনের উদ্যেগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপেক্ষা শুধু আকবর আলীদের আগমনের।
আগামীকাল বুধবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবেন আকবর আলীরা। বিমান বন্দরের তাদের বিশাল অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, অভ্যর্থনার ব্যাপারে আমরা যেটা করছি ১২ তারিখে তারা আসবে এখানে এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু বিরাট ত্যাগ স্বীকার করেছে। যেটা নাকি আমরা সচরাচর দেখি না। এরা অনেকেই ত্যাগ স্বীকার করেছে প্রচুর কষ্ট করেছে। যতটুকু বুঝতে পারছি তারা বাড়ি ফিরতে মুখিয়ে আছে। পরিবারের সঙ্গে দেখা করতে চায় যত দ্রুত সম্ভব। আমরা এয়ারপোর্টে যাব তাদেরকে রিসিভ করতে। আমরা বিশাল একটা কিছু করতে পারি সেদিন রিসিপশনের জন্য সেখানে।
এ ছাড়াও পুরো দলকে গণসংবর্ধনা দেওয়ার কথা ভাবছে সরকার। তবে কী ধরনের আয়োজন করা হবে এখনো তা প্রক্রিয়ার মধ্যে আছে বলেও জানান বিসিবি সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।