স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বক্যাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিল করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিলের পর রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপ বিজয়ী হয়েছে। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের টাইগাররা প্রথম বিশ্বকাপ জিতেছে, যা আমাদের ইতিহাসের স্মরণীয় দিন হয়ে থাকবে।’
বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হলের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।