Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইচ্ছা করলে যেকোনো সময় বিজয় ঘোষণা করতে পারে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী গারগেলি গুলিয়াস। রুশ সংবাদমাধ্যম তাস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের গোলটেবিল আলোচনায় ইউক্রেনের সংঘাত সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়ে গারগেলি গুলিয়াস এই মন্তব্য করেন।
তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়া উভয়েই নিজেদেরকে এমন পরিস্থিতিতে খুঁজে পেয়েছে যা থেকে বেরিয়ে আসতে তাদের কঠিন সময় পার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ‘শান্তির সম্ভাবনা’ খুবই ‘কম’। তবে মস্কো এমন সুবিধাজনক অবস্থানে রয়েছে যে তারা চাইলে ‘প্রায় যেকোনো মুহূর্তেই’ বিজয় ঘোষণা করতে পারে।
আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব পুতিনের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।