জুমবাংলা ডেস্ক : যেখানে সন্তান প্রসব করলেই প্রসূতি মায়ের জন্য শাড়ি ও নবজাতকের জন্য পোশাক, কসমেটিকস উপহার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন উদ্যোগে খুশি হাসপাতালে আসা প্রসূতি মায়েরা।
সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে নবজাতক ও তার মাকে উপহার দেয়ার এ উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম।
বুধবার (৯ মার্চ) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে সন্তান প্রসব করতে আসা এক নারী বলেন, আমরা মনে করতাম হাসপাতালে ডেলিভারি করালে নার্স ও চিকিৎসকদের টাকা দিতে হয়। কিন্তু কামারখন্দ হাসপাতালে সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ তো টাকাই নেয়নি। উল্টো আমাকে ও আমার সন্তানকে উপহার দিয়েছে।
এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, অনেক রোগী বা তার স্বজনদের ধারণা হাসপাতালে সন্তান প্রসব করাতে টাকা লাগে। তাদের এ ধারণা পাল্টে দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, যদি কোনো গরিব প্রসূতি সন্তান প্রসবের জন্য টাকার অভাবে অথবা গভীর রাতে হাসপাতালে না আসতে পারেন তাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।