দুবছর আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ১২ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টানেন কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা শাকিরা পিকে ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল আন্তর্জাতিক মহলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শাকিরা। বিচ্ছেদের যন্ত্রণা প্রসঙ্গে বললেন, “মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডে কেউ ফুটো করে দিয়েছে। এতটাই যন্ত্রণার মধ্যে ছিলাম মনে হচ্ছিল সত্যিই যেন শারীরিক আঘাত পেয়েছি। বুকের ছিদ্র দিয়ে মানুষ দেখতে পাবে যেন!”
এর আগে ২০২৩ সালে শাকিরা জানিয়েছিলেন, তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে। শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে। সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই ছিলেন শাকিরা। গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেন শাকিরা।
সেই ২০১০ বিশ্বকাপের সময় পরিচয় পিকে-শাকিরার। ওই বছর বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে মাত করেছিলেন শাকিরা। সঙ্গীত আর ফুটবল এরপর মিলেমিশে একাকার হয়েছে। এক যুগ এসঙ্গে ছিলেন দু’জন। প্রায় ১২ বছর একত্রবাসের পরে ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা।
এক বিবৃতিতে তারা জানিয়েছিলেন, দুই পুত্র মিলান ও সাশাকের কথা ভেবেই বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া করতে চান না তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।