বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে চাকরিজীবী থেকে শুরু করে ফ্রিল্যান্সার, অনেকের জীবনেই ল্যাপটপ একটি নিত্যপ্রয়োজনীয় গ্যাজেট। আর যারা দীর্ঘ সময় ধরে একটি ল্যাপটপই ব্যবহার করে আসছেন, তারাই বোঝেন ল্যাপটপের ব্যাটারি হেলথ বা স্বাস্থ্য বিষয়ে জানার মূল্য।
সময়ের সঙ্গে সঙ্গে একটি ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ও কার্যকারিতা কমতে থাকে, এবং এক সময় সেটি পরিবর্তন করতেই হয়। এমনকি ফ্ল্যাগশিপ বা সেরা উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তাই, একজন ব্যবহারকারী যদি জানেন কীভাবে ল্যাপটপের ব্যাটারি লাইফ পরীক্ষা করতে হয়, তখন ল্যাপটপের ব্যাটারি পরিবর্তনের প্রন্তুতি নেওয়া সহজ হয়।
মাত্র কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে, একটি ল্যাপটপের ব্যাটারি হেলথ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব, যা একজন ব্যবহারকারীকে এটি বুঝতে সাহায্য করবে যে তার নতুন ব্যাটারি কিনতে হবে নাকি ব্যাটারিতে চার্জ দেওয়ার অভ্যাস বদলাতে হবে। উদাহরণ হিসাবে, ব্যাটারিতে ওভারচার্জ বা প্রয়োজনের তুলনায় বেশি চার্জ দিতে থাকলে এটি একসময় ব্যাটারির ওপরে নেতিবাচক প্রভাব ফেলে।
তাই চলুন দেখে নেওয়া যাক, কীভাবে উইন্ডোজ ল্যপটপের ব্যাটারি রিপোর্ট পাওয়া যাবে।
কমান্ড প্রম্পট চালু করুন
উইন্ডোজে হোম পেইজের নিচের বাম কোণায় সার্চ বার দেখতে পাবেন। সেখান থেকে কমান্ড প্রম্পট সার্চ করুন। খুঁজে পেলে বাম দিকের মাউস বাটন ক্লিক করে ‘রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর’ অপশনে ক্লিক করুন। আপনি যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না দিয়ে কেবল ‘ওপেন’ অপশন ক্লিক করেন সেক্ষেত্রে পরবর্তী ধাপে যেতে পারবেন না।
ব্যাটারিউ রিপোর্ট জেনারেট করুন
কমান্ড প্রম্পট অ্যাপটি চালু হয়ে গেলে, সেখানে ‘powercfg /batteryreport’ লিখুন ও এন্টার প্রেস করুন। কোন ফোল্ডারে রিপোর্টটি সেইভ করা হচ্ছে সেটি খেয়াল করুন।
ব্যাটারি রিপোর্টটি খুলুন
ফাইল এক্সপ্লোরার চালু করে যে ফোল্ডারে রিপোর্ট সেইভ হয়েছে সেখানে যান। রিপোর্টটি খুঁজে বের করুন, ওপেন করার জন্য ডাবল ক্লিক করুন। যেহেতু এটি একটি এইচটিএমএল ফাইল, ফাইল ওপেন করার সময় জিজ্ঞাসা করা হবে কোন ব্রাউজারের মাধ্যমে চালু করতে চান। নিজের ইচ্ছে অনুসারে ব্রাউজার বাছাই করে ‘ওকে’ ক্লিক করুন।
ব্যাটারি রিপোর্টটি পড়ুন
ব্যাটারি রিপোর্টটি বেশ লম্বা হয়ে থাকে, যারা সবকিছু জানতে চান তাদের জন্য অনেক তথ্য রয়েছে। তবে, যারা এতকিছু জানতে চান না তাদের কেবল দুটি বিভাগে নজর দিলেই চলবে। একেবারে শীর্ষে থাকা বিভাগে ‘ইনস্টলড ব্যাটারি’ নামের অংশটি ব্যাটারির বিষয়ে সাধারণ তথ্য দেখায়, সেখানে ‘ফুল চার্জ ক্যাপাসিটি সাইকেল কাউন্ট’ নামের বিষয়টি ভালভাবে দেখতে হবে। সাইকেল কাউন্ট হল ল্যাপটপের সম্পূর্ণ ব্যাটারি ক্ষমতা কতবার ব্যবহার হয়েছে তার তথ্য।
সম্প্রতি ব্যবহার চেক করুন
পরের বিভাগের একেবারে নিচে স্ক্রল করলে ‘রিসেন্ট ইউসেজ’ খুঁজে পাবেন, সেখানে সম্প্রতি ব্যবহারের সকল তথ্য থাকবে। সেখানে ব্যাটারির পার্সেন্টেজ ও ক্যাপাসিটির অপশনটি চেক করুন, এটি জানতে ল্যাপটপটির ব্যাটারি কতখানি কাজ করছে।
এভাবেই চেক করে নেওয়া যাবে একটি ল্যাপটপের ব্যাটারির রিপোর্ট। তবে, একটি ব্যাটারি কখন বদলানো উচিত সে বিষয়ে কোন সঠিক নির্দেশনা না থাকলেও, ব্যাটারির প্রাথমিক ক্ষমতা ও অনেকদিন ব্যবহারের পরের ক্ষমতার মধ্যে বড় পার্থক্য থাকলে সেটি করা উচিত। তবে, কোনো ব্যবহারকারী যদি ব্যাটারির মূল ক্ষমতার ৭০ শতাংশ কম নিয়েও খুশি থাকেন সেক্ষেত্রে তিনি অপেক্ষা করতেই পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।