ওয়েস্ট ইন্ডিজের অতীত এবং বর্তমানের গল্প রূপকথার চেয়ে কোন অংশে কম নয়। একটা সময় ছিল যখন ব্রায়ান লারার দল ক্রিকেট বিশ্বের সবথেকে সেরা ছিল এবং তারা রাজত্ব করেছিল। অথচ ক্রিস গেইল, ব্রাভো ও আন্দ্রে রাসেলের মতো জনপ্রিয় তারকার দল এবার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। যেসব কারণে তারা আজ অধঃপতনের মুখে দাঁড়িয়ে আছে তার আসল আর্টিকেলে তুলে ধরা হবে।
জিম্বাবুয়ের কাছে হারার কারণে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। অথচ এই জিম্বাবুয়ে নিজেও বিশ্বকাপের মূল পর্বে নেই। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পরিপূর্ণ সুযোগ-সুবিধা দিতে পারছে না। এখানের তারকা খেলোয়াড়রা আইপিএল বা বিপিএল এর মত বিভিন্ন লীগে খেলার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রাখেন।
সেই হিসেবে তাদের ক্রিকেট বোর্ড থেকে যে অফার পাওয়া যায় তা বেশ সামান্য। এজন্য জাতীয় দল ঘিরে তারকা খেলোয়াড়দের তেমন আগ্রহ নেই। তাছাড়া বোর্ড সুশৃঙ্খল উপায়ে সবকিছু পরিচালনা করতে পারছে না।
ওয়েস্ট ইন্ডিজের আজকের অবস্থার জন্য তাদের ক্রিকেট বোর্ড সবথেকে বেশি দায়ী। তারা বারবার খেলোয়াড় পরিবর্তন করেছে এবং যাদের বাদ দেওয়া হচ্ছে কয়েকদিন পর পুনরায় তাদের ডাকা হচ্ছে। এতে করে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। নতুন প্লেয়াররা পরিবেশের সাথে খাপ-খাইয়ে নিতে পারছে না।
ওয়েস্ট ইন্ডিজের নিজস্ব কোন ক্রিকেট একাডেমী নেই। দলের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং বোর্ডের মধ্যে বিবাদ রয়েছে। একটি গবেষণায় দেখা যায় যে, সেখানে বর্তমানে অভিজ্ঞতার যথেষ্ট মূল্য দেওয়া হচ্ছে না। পাশাপাশি আউটফিল্ডে ব্যাটসম্যানদের আউট হওয়ার প্রবণতা অনেক বেশি।
সিঙ্গেল বা ডাবল এর উপর ভরসা না করে চার বা ছয় মারতে যাওয়ার যে প্রবণতা সেখান থেকে উইকেট বিলিয়ে আসেন ব্যাটসম্যানরা। তাছাড়া স্পিনের বিরুদ্ধে এ দল দাঁড়াতে পারছে না। অতীতে স্পিনের বিরুদ্ধে ব্যাটসম্যানদের পরিসংখ্যান ভালো ছিল কিন্তু বর্তমানে তা ভালো নয়।
ওয়েস্ট ইন্ডিজের ডুবে যাওয়া সূর্য আবারো উদিত হবে বলে বিশ্বাস করেন পোলার্ড। তিনি বিশ্বাস করেন যে, সবাই একসাথে বসে আলোচনা করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পর তা বাস্তবায়ন করলে ওয়েস্ট ইন্ডিজের সুদিন ফিরে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।