যেভাবে মারা গেল বিশ্বের সবচেয়ে বড় ‘গ্রিন অ্যানাকোন্ডা’ সাপ

গ্রিন অ্যানাকোন্ডা

বিশ্বের সবচেয়ে বড় সাপ হিসেবে অনেক বছর জীবিত ছিল ছবিতে দেখানো এই গ্রিন অ্যানাকোন্ডা। মানুষের মাথার সমান যার মাথা। মাত্র কয়েক সপ্তাহ আগে ব্রাজিলের আমাজনে খোঁজ মিলে এই গ্রিন অ্যানাকন্ডা সাপের। এটি দেখতে দানব আকৃতির মত মনে হয়েছিল।

গ্রিন অ্যানাকোন্ডা

ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ডিজনি সিরিজের দৃশ্য ধারণ করতে গিয়ে এই সাপের খোঁজ মিলে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল এই সাপটির খোঁজ পেয়েছিল। কিন্তু হঠাৎ জানা গেলে এই সাপটি আর বেঁচে নেই।

এখন প্রশ্ন উঠেছে যে, এই বড় সাপটি কীভাবে মারা গেল। গবেষকদের ধারণা এই বড় আকৃতির সাপকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি স্থানীয় শিকারীদের কাজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে যে, ব্রাজিলের আমাজনের একটি গ্রাম থেকে সাপটিকে ২৪ মার্চ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

গাড়ির টায়ারের মতো মোটা ছেলে এ সাপটি। এই সাপটি ছিলো ছাব্বিশ ফুট লম্বা। পাশাপাশি সাপটির ওজন ছিল ৪৪০ পাউন্ড। এটার মাথার সাইজ ছিল পুরোপুরি মানুষের মাথার সমান। সাপের মৃত্যুর কারণ খুঁজে পেতে চলছে তদন্ত।

ইনস্টাগ্রামে এ সাপের মৃত্যুর কথা অফিশিয়ালি জানানো হয়েছিল। যে গবেষক সাঁতার কেটে এই সাপটি খোঁজ পেয়েছিলেন তিনি দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে অফিশিয়ালি স্টেটমেন্ট দেন। এ ধরনের সাপ খুব বেশি না থাকায় জীববৈচিত্রের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে।

গ্রিন এনাকোন্ডা ছিল বিশ্বের সবথেকে বড় ভারি সাপ। এর আগে রেকর্ড করা অ্যানাকোন্ডা সাপের ওজন ছিল 227 পাউন্ড। এ ধরনের অ্যানাকোন্ডা সাপ বেশ হুমকির মুখে রয়েছে। গ্রিন অ্যানাকোন্ডা সাপের মর্মান্তিক মৃত্যুর কথা আবার প্রমাণ করে দিয়েছে এ কথাটি।