যেভাবে মার্কিন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয় চীনা বেলুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর দিয়ে উড়ে চলা বিরাট আকারের চীনা বেলুনটি ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করেছে মার্কিন জেট ফাইটার।

মার্কিন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি এফ-২২ জেট ফাইটার থেকে এআইএম- নাইনএক্স সাইডওয়াইন্ডার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ছোট্ট বিস্ফোরণের পর বেলুনটি সাউথ ক্যারোলাইনার কাছে আটলান্টিক মহাসাগরে মার্কিন জলসীমায় নেমে আসে। তখন একটা বিকট শব্দ হয়।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে চীনা বেলুনটি ধ্বংস করা হয়েছে। এ নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদও জানিয়েছে বেইজিং। অভিযান পরিচালনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতিরঞ্জন করছে যুক্তরাষ্ট্র।
এর আগে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্ণয়ের জন্য আকাশে ওড়ানো হয়েছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে এটি লাইনচ্যুত হয়ে আটলান্টিক সাগরের ওপর দিয়ে মার্কিন আকাশে চলে গেছে।

গতকাল এ ঘটনায় চীনে আসন্ন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রনীতি অ্যান্থনি বিঙ্কেন। তবে যুক্তরাষ্ট্রের ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করেছিল চীন।

ভিডিও :

U.S. downs suspected spy balloon