আইফোন ১৪ সিরিজে চমকে দেওয়ার মত অভিনব ফিচার আসার সম্ভাবনা রয়েছে যা আগে কখনো সম্ভব হয়নি। আইফোনের আগের সিরিজে এসব ফিচার তো ছিলই না বরং অন্য ম্যানুফ্যাকচার কোম্পানির মোবাইলে এ ধরনের ফিচার আগে কখনও দেওয়া হয়নি।
স্যাটেলাইটের সাথে মোবাইলকে সংযুক্ত করা, ওয়াই-ফাই ৬ এর ফিচার যোগ করা, ২ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ সহ আরো অনেক অভিনব ফিচার আইফোন ১৪ সিরিজে থাকবে।
সেপ্টেম্বরের ৭ তারিখে একটি বড় ইভেন্টের মাধ্যমে অ্যাপল আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা করবে। স্মার্টফোনটি উন্মোচিত হওয়ার দিন যতই ঘনিয়ে আসছে প্রযুক্তিপ্রেমী ও ক্রেতাদের আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছে।
আইফোন ১৪ সিরিজের স্মার্টফোনে যেসব এক্সক্লুসিভ ফিচার থাকতে পারে তা এই আর্টিকেলে আলোচনা করা হচ্ছে।
ব্লুমবার্গ বলেছে যে অ্যাপল তাদের আইফোন স্মার্টফোনকে স্যাটেলাইটের সাথে সংযুক্ত করবে। এর ফলে জরুরি অবস্থায় নেটওয়ার্ক ব্যতীত কল দেওয়া যাবে এবং মেসেজ পাঠানো যাবে।
ওয়াইফাই-এর ষষ্ঠ ভার্সন আইফোন ১৪তে দেখা যেতে পারে যা সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি। কাজের চাপ অনেক বেশি থাকলেও দ্রুত গতির ইন্টারনেট সুবিধা পাওয়া সম্ভব ওয়াইফাই সিক্সের মাধ্যমে।
আশা করা হচ্ছে আইফোন ১৪ প্রো সিরিজে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে। যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য বেশি স্টোরেজ থাকাটা বেশ সুবিধাজনক।
আইফোন ১৪ হ্যান্ডসেটে সবথেকে বড় আপডেট আনা হবে সেলফি ক্যামেরায়। অটো-ফোকাস ফিচারে উন্নতি ঘটানো হবে। আইফোন ১৪ প্রো ম্যাক্স হ্যান্ডসেট এর ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। আইফোন ১৩ হ্যান্ডসেটে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল।
আইফোন ১৪ স্মার্টফোন দিয়ে 8K রেজুলেশন এ ভিডিও রেকর্ড করা যাবে যা এর আগে সম্ভব ছিল না। Apple চেষ্টা করছে পোর্টবিহীন স্মার্টফোন বাজার নিয়ে আসতে। তবে ইউএসবি সি পোর্ট থাকার সম্ভাবনাও আছে।
অ্যাপল তাদের শক্তিশালী A16 চিপসেট আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স স্মার্টফোনে ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। তবে সিরিজের অন্য হ্যান্ডসেটে আগের A15 চিপসেট ইন্সটল করা থাকবে বলে মনে করা হয়।
আইফোন ১৪ স্মার্টফোনের ডিজাইনে পরিবর্তন আসছে। এবার pill-shaped cutout ডিজাইন দেখা যাবে। এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে ট্র্যডিশনাল নচ ডিজাইনের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।