অধিকাংশ ব্যবহারকারীরা তাদের কম্পিউটার বা ল্যাপটপে ডেডিকেটেড সাউন্ড কার্ড ব্যবহার করতে চায় না। বিল্ট-ইন সাউন্ড হার্ডওয়ার যা মাদারবোর্ডে দেওয়া থাকে তা দিয়েই ব্যবহারকারীদের দিনের পর দিন চলে যায়। ঠিক এ কারণে অনেক গুরুত্বপূর্ণ ফিচার থেকে ব্যবহারকারীরা বঞ্চিত হয়।
আপনি হাই কোয়ালিটির মিউজিক উপভোগ করতে চাইলে মাদারবোর্ডের বিল্ট-ইন অডিও সিস্টেম মোটেও যথেষ্ট হবে না। যারা সিনেমা দেখতে পছন্দ করে এবং গেম খেলতে পছন্দ করে তাদের জন্য সাউন্ড কোয়ালিটি বেশ গুরুত্বপূর্ণ। সত্যি বলতে গেমার এবং সিনেমা লাভারদের জন্য মাদারবোর্ডের বিল্ট-ইন সাউন্ড সিস্টেম তেমন কার্যকরী নয়।
তাছাড়া মাদারবোর্ডের বিল্ট-ইন সাউন্ড সিস্টেমে অনেক ফিচার যোগ করা হয় না। সেখানে অডিও এর বৈচিত্র্যতা নেই বললেই চলে। মাদারবোর্ড এর অডিও সার্কিট এর আশেপাশে নানা ধরনের কম্পনেন্ট যোগ করা হয়ে থাকে।
এর ফলে সাউন্ড এর ক্ষেত্রে নয়েজ আসাটাই স্বাভাবিক। মাঝে মাঝে কর্কশ শব্দ শুনতে পেলে তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ডেডিকেটেড সাউন্ড সিস্টেমে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে তেমন কোন নয়েজ থাকবে না।
অধিকাংশ ক্ষেত্রে মাদারবোর্ড এর অডিও সিস্টেমে লো কোয়ালিটির এমপ্লিফিকেশন অপশন ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না এবং উন্নত কোয়ালিটির হেডফোন ব্যবহার করলেও আপনি তেমন সুবিধা পাবেন না।
তবে সব মাদারবোর্ডের অডিও সিস্টেম খারাপ হবে বিষয়টি তা নয়। অনেক উন্নত মানের ল্যাপটপ এবং মাদারবোর্ড এর অডিও সার্কিট ভালোভাবে ডিজাইন করা হয়ে থাকে। আপনার উচিত হবে আগে মাদারবোর্ডের অডিও সিস্টেম পরীক্ষা করে দেখা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।