যেসব দুর্দান্ত ফিচারের কারণে DJI Mini4 Pro ড্রোনটি সবার থেকে আলাদা

Mini4 Pro

ড্রোনের জগতে ডিজেআই একটি পরিচিত নাম। তারা সাম্প্রতিক সময়ে Mini4 Pro ড্রোনটি উন্মোচন করেছে। গুরুত্বপূর্ণ ফিচারের সাথে আপোষ না করেই চমৎকার বৈশিষ্ট্য অফার করছে নতুন ড্রোনটি। ৭৫৯ ডলার বা ৮০ হাজার টাকার মধ্যে এর ড্রোনটি ক্রয় করা যাবে।

Mini4 Pro

ডিভাইসটির মধ্যে ৪৮০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যার অ্যাপাচার ১.৭। শক্তিশালী ক্যামেরাটি ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে সক্ষম। পাশাপাশি ২০০ ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত যেতে সক্ষম ডিভাইসটির ক্যামেরা।

এটির ক্যামেরার সবথেকে বড় চমক হচ্ছে ডাইনামিক অ্যাকশন শট। এর মানে দাড়াঁয় গতিশীল বস্তুর ছবি ভালোভাবেই ক্যাপচার করতে সক্ষম ড্রোনটি। যেমন: উড়ন্ত পাখি, ছুটতে থাকা হরিণ, রেস প্রতিযোগিতা ইত্যাদি। ফুল চার্জ দেয়ার পর ৪০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে Mini4 Pro ড্রোনটি। এটির চমৎকার ব্যাটারি লাইফ অন্যদের থেকে ডিভাইসটিকে আলাদা করে।

Mini4 Pro ড্রোনটির পরিসর ২০ কিলোমিটার পর্যন্ত। এর ফলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনি ফুটেজ ক্যাপচার করতে পারবেন। ডিভাইসটির আরো একটি সুবিধাজনক বিচার হচ্ছে এটির আগের ভার্সন অর্থাৎ মিনি থ্রি প্রো ড্রোনের সাথে নতুন ডিভাইসের ব্যাটারির সামঞ্জস্যতা রয়েছে।

Mini4 Pro

এর ফলে নতুন ডিভাইসে আপনি পুরনো ব্যাটারি ব্যবহার করতেই পারবেন। আলাদা করে ব্যাটারি ক্রয় করতে হবে না। ডিভাইসটির নতুন চমক হচ্ছে Omnidirectional Obstacle Avoidance। অর্থাৎ এ আধুনিক প্রযুক্তি নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখে এবং যে কোন সংঘর্ষ এড়িয়ে চলতে পারে। ৩৬০ ডিগ্রি কোণ বজায় রেখে ছবি বা ভিডিও ক্যাপচার করার সময় সংঘর্ষ যেনো এড়িয়ে চলা যায় সেটি নিশ্চিক করে Omnidirectional Obstacle Avoidance ফিচার।

ড্রোনের কমপেক্ট এবং লাইটওয়েট ডিজাইন থাকার কারণে সহজে পরিবহন করা সম্ভব। এর ফলে যেকোন জায়গায় ভ্রমণে যাওয়ার সময় ড্রোনটিকে সাথে করে নিয়ে যাওয়া সম্ভব। উন্নত ক্যামেরা, বর্ধিত ব্যাটারি লাইফ, ডায়নামিক একশন শট, Omnidirectional Obstacle Avoidance এর মত ফিচার এটিকে স্পেশাল করে তোলে।