Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যেসব ফলের বাগান করে বিদেশফেরত মাফি এখন কোটিপতি
    অর্থনীতি-ব্যবসা

    যেসব ফলের বাগান করে বিদেশফেরত মাফি এখন কোটিপতি

    Sibbir OsmanAugust 23, 20224 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: মিশ্র ফলের বাগান করে এক অর্থবছরে ৬ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা নীট আয় করেছেন ফরিদপুরের বিদেশফেরত যুবক কৃষক পরিবারের সন্তান মফিজুর রহমান মাফি (৩৮)। একইসময়ে বিভিন্ন ফলের চারা বিক্রি করে তিনি নীট আয় করেছেন এক কোটি তিন লাখেরও বেশি। বাংলা ভিশনের প্রতিবেদক হারুন আনসারী-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

    ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামে ১০৩ বিঘা প্রায় ৩৪ একর জমিতে তিনি গড়ে তুলেছেন দেশিবিদেশী নানা জাতের মিশ্র ফলের বাগান। এরপর সেখান থেকে কোটি কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দিয়েছেন।

    মাফির এই মিশ্র বাগানে এখন প্রায় সাড়ে ১৭ হাজার নানা জাতের দেশি-বিদেশী ফলের গাছ রয়েছে। এর মধ্যে ৪ হাজার কুল, ৩২শ’ পেয়ারা, ১২শ’ আম, মাল্টা ১২শ’, ৭শ’ কমলা, ১৮শ’ লেবু, ৩২শ’ ড্রাগন, ৩ হাজার পেপে, ৩শ’ শরুফাসহ আরো অন্যান্য ফলের গাছ রয়েছে।

    তার এই মিশ্র ফলের বাগানে রয়েছে বিদেশী প্রজাতির সুমিষ্ট আম কিউযাই, কিং অব চাকাপাত, মিয়াজ্যাকি, চ্যাংমাই, রেড আইভরি, ব্রুনাই কিং- ৫ কেজি। এর প্রতিটি আমই উচ্চ পুষ্টিসমৃদ্ধ এবং বেশ দামি। এছাড়া দেশী প্রজাতির বারি-৪, গৌড়মতি, বানানাসহ বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে তার এই বাগানে। রয়েছে থাইল্যান্ডের বারোমাসী পেয়ারা গাছ।

    মফিজুর রহমান মাফির এই ফলের বাগান করার অভিজ্ঞতা খুব বেশি দিন আগের নয়। পারিবারীক পেশা কৃষিতে মনোনিবেশ করে ২০১৯ সালে তিনি পৈত্রিক ১০ বিঘা জমি আর সাথে আরো জমি লীজ নিয়ে ১৬ বিঘা জমিতে গড়ে তুলেন নাহিদ অ্যাগ্রো নামে এই বাগান।

    তৎকালীন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরামর্শে তিনি বাগানে কাশ্মীরি কুল, আম ও পেয়ারার চারা লাগিয়ে একটি মিশ্র বাগান গড়ে তোলার কাজ শুরু করেন। তিন বছরের মধ্যে এখন দেশিবিদেশী বিভিন্ন রকমের নামিদামি ফলের গাছ শোভা পাচ্ছে তার বাগানে।

    শুরুর বছরে তিনি তার এই মিশ্র ফলের বাগানের সামনের অংশের সাত বিঘা জমিতে তিনি ভারত থেকে সংগ্রহ করে আনা ১ হাজার ৮৬০টি কাশ্মীরি কুলের চারা লাগিয়েছিলেন। তাতেই বাজিমাত করেন। প্রথম বছরে তিনি শুধু কাশ্মীরি কুল থেকেই আয় করেন ৬০ লাখ টাকা। যা তার অনুমানেরও বাইরে ছিলো।

    শুরুর বছরে বাগানে বিভিন্ন গাছ রোপন ও অন্যান্য খরচ বাবদ তার ব্যয় হয়েছিলো ৮ লাখ ৬০ হাজার টাকার মতো। বিনিময়ে কাশ্মীরি কুল, পেয়ারা, মাল্টা ও আমের বাগান করে ওইবার তার নীট আয় হয়েছিলো ৮০ লাখ টাকারও বেশি।
    ফলের বাগান
    দ্বিতীয় বছরে তিনি বাগানের পরিধি বাড়িয়ে আগের গাছগুলোর পাশাপাশি ড্রাগন, কমলা, শরিফা, লেবুসহ আরো কয়েক জাতের দেশী ও বিদেশী আমের গাছ লাগান। এবছর অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে এ থেকে তার নীট আয় আসে ৩ কোটি ৮৮ লাখ টাকা।

    লাভের মুখ দেশে পরের বছর তিনি বাগানের পরিসর আরো বাড়িয়ে নেন। এখন তার বাগানের আয়তন ১০৩ বিঘা প্রায় ৩৩ দশমিক ৯৯ একর। এরমধ্যে অনেকের নিকট থেকে জমি লীজ নিয়েও তিনি বাগান করেছেন।

    ফলের বাগান তৈরির পাশাপাশি মাফির বাগানে তিনি বিভিন্ন গাছের চারাও তৈরি করছেন। ২০২০-২১ অর্থবছরে তিনি কুল, পেয়ারা ও আমের ২ লাখ ৩১ হাজারটি চারা বিক্রি করে নীট আয় করেছেন ৩৪ লাখ ৩৯ হাজার টাকা। ওই বছর শুধু কুলের চারাই বিক্রি করেছেন ১ লাখ ৮০ হাজারটি। যা থেকে তিনি পেয়েছেন ২৭ লাখ ৯০ হাজার টাকা।

    এরপর ২০২১-২২ অর্থবছরে কুল, পেয়ারা, আম, লেবু, শরীফা, মাল্টা, ড্রাগন ও কমলার ৪ লাখ ৪৫ হাজারটি চারা বিক্রি করে পেয়েছেন ১ কোটি ৩ লাখ ৭ হাজার ৫শ’ টাকা। এর বিপরীতে গত বছর তিনি ফল গাছের জন্য ৩৫ লাখ টাকা এবং চারা উৎপাদনে ৪৬ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন।

    সফল এই বাগানচাষী মফিজুর রহমান মাফি একজন কৃষক পরিবারের সন্তান। তার পিতা কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের গৃহস্থ কৃষক মো: আক্কাস আলী সরদার। পড়াশুনায় মাধ্যমিকের গন্ডি পেরোতে না পেরে ভাগ্যের অন্বেষণে কুয়েত গিয়েছিলেন। সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন করে কয়েকবছর পর দেশে এসে কিছু করার চেষ্টা করেন।

    এরপর ভূষিমাল, রাখিমাল ও গরুর ব্যবসা করে একপর্যায়ে ব্যবসায় বেশ লোকসান গুনে কাশ্মীরি কুলের মাধ্যমে তার এই বাগান করা শুরু। একাজে আপন ছোট ভাই রিয়াজ সরদার সহ আরো প্রায় ৩০ জনের মতো নারী-পুরুষ কাজ করছেন। নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি তাদেরও কর্মসংস্থান হয়েছে।

    ফরিদপুরে কাশ্মীরি কুলের বাণিজ্যিকভাবে চাষাবাদ তিনিই প্রথম শুরু করেছেন। এরপর এই কুলের কলম করে তিনি ছড়িয়ে দিয়েছেন ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায়। মফিজুর রহমান মাফি জানান, প্রথম বছর তিনি ভারত থেকে কাশ্মীরি কুলের চারা সংগ্রহ করে ১ হাজার ৮৬০ টি চারা দিয়ে তিনি এ বাগান তৈরি শুরু করেন। বাগানের পরিচর্যায় তিনি বিভিন্ন জৈব সার, সামান্য পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন। তার মতে, কৃষিকাজের মধ্যে একধরনের প্রশান্তি রয়েছে। এই কাজে পরিশ্রম করতে পারলে কাউকে বিফল হতে হয় না।

    ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: জিয়াউল হক বলেন, মফিজুর রহমান মাফি একজন সফল যুবক। দেশে বেকারত্ব লাঘব ও যুবসমাজের কর্মসংস্থানে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে উদাহরণ তৈরি করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় কৃষিক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি।

    যেভাবে ছাগলের খামার করে সহজেই লাভবান হবেন

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা এখন করে কোটিপতি ফলের বাগান বিদেশফেরত মাফি যেসব
    Related Posts
    সোনার দাম

    দেশের বাজারে বেড়েই চলেছে সোনার দাম

    September 11, 2025
    স্বর্ণের দাম

    ৯ মাসে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, বিপাকে ক্রেতা-বিক্রেতা

    September 11, 2025
    Taka

    পাওয়ার ১০,০০০ টাকার সেরা বিনিয়োগের আইডিয়া!

    September 11, 2025
    সর্বশেষ খবর
    বেবী নাজনীন

    ক্রিয়েটিভ মানুষের চাহিদা থাকবেই: বেবী নাজনীন

    জুলাই জাতীয় সনদ

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বৈঠকে ঐক্যমত্য কমিশন

    চার্লি কার্ককে গুলি করে হত্যা

    জনসম্মুখে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

    প্রধান বিচারপতি কার্কি

    নেপালে অন্তর্বর্তী নেতা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি কার্কি

    জাকসু

    ভোটার ২৯৩, ব্যালট পেপার পাঠানো হয়েছে ৪০০: অভিযোগ শিবির প্রার্থীর

    ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

    গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

    গোপন আলোচনায় ভারত

    হঠাৎ মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে গোপন আলোচনায় ভারত, ঘটনা কী?

    অভিনেত্রী সাফা কবির

    মাদককাণ্ডে সাফার নাম, অবশেষে মুখ খুললেন তিনি

    পুলিশের টহলদল লক্ষ্য করে গুলি

    পুলিশের টহলদল লক্ষ্য করে গুলি, তিন সদস্য আহত

    সালাহউদ্দিন আহমদ

    সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.