লাইফস্টাইল ডেস্ক : সবকিছু উচ্চস্বরে বলা এবং সবার সঙ্গে শেয়ার করা উচিত নয়। জীবনে এমন কিছু জিনিস থাকে যা আপনার চারপাশের পৃথিবী থেকে গোপন রাখতে হবে। মন খুলে কারও সঙ্গে গল্প আপনি করতেই পারেন, কিন্তু এই খোলা মনের অর্থ যেন নিজের সবকিছু গলগল করে বলে দেওয়া না হয়।
* আপনি অন্যের উপকার করতে পছন্দ করেন এবং বিপদে থাকা যেকোন মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা কাউকে আগ বাড়িয়ে বলার প্রয়োজন নেই। সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।
* নিজের ভবিষ্যতের জন্য ঠিক কী কী পরিকল্পনা করেছেন আপনি? ভুলেও কাউকে বলবেন না।
* ব্যক্তিগত জীবন নিয়েও কারও সঙ্গে বেশি আলোচনা করা উচিত নয়।
* প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা কখনও অন্যের সামনে তুলে ধরবেন না
* ধরুন আপনার জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয়েছে বা আপনার বেতন বেড়েছে, পরিবারের লোক ছাড়া তা কাউকেই বলবেন না।
* নিজের দাম্পত্য জীবনের প্রতিদিনকার ছোটখাটো ঝামেলাগুলো নিয়ে অন্যের সঙ্গে কাটাছেঁড়া না করাই ভাল। এতে হিতে-বিপরীত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।