বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনলাইনে প্রাইভেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকেই ভিপিএন সফটওয়্যার ব্যবহার করেন। ভিপিএন মানেই হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এর মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল লোকেশন ব্যবহার করে বিশ্বের যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
করোনাকালে ‘অফিস ফ্রম হোম’ চালু হওয়ার পর অনলাইনে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তাই ভিপিএনের ব্যবহারও বেড়েছে অনেক গুণ। প্রযুক্তি বিশ্বে ভিপিএনের ছড়াছড়ি থাকলেও কিছু প্রতিষ্ঠান সেবা দেয়ার ক্ষেত্রে সেরা ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছে।
তবে মনে রাখা ভালো, বেশিরভাগ ভিপিএন ব্যবহারকারীর ডিএনএস তথ্য ফাঁস করে থাকে। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে। এ কারণে ভিপিএন ব্যবহার করেও অনলাইনে সুরক্ষিত থাকছেন না ব্যবহারকারী।