বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ধর্মেন্দ্রপুত্র সানি দেওল। সম্প্রতি তার মুক্তি পাওয়া সিনেমা ‘গদর ২’ রেকর্ড ভেঙেছে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমার। বক্স অফিস দ্রুততম ৫০০ কোটি আয়ের ক্লাবে পৌঁছেছে সিনেমাটি। এই যখন পরিস্থিতি তখন এমন সময়েই একটি বেফাঁস মন্তব্য করে ফেসে গেছেন ব্যবসা সফল এ সিনেমার নায়ক।
সম্প্রতি একটি পডকাস্ট শো-তে অংশ নিয়েছিলেন সানি। আর সেখানেই একটি প্রসঙ্গে ওঠে শৈশবের কথা। সেসব স্মৃতি বলতে গিয়ে সানি তার স্কুলজীবনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
সানি জানান, ছোটবেলায় ডিজলেক্সিয়া রোগে ( স্বাভাবিক বুদ্ধিমত্তার অধিকারী হওয়া সত্ত্বেও কোনও কিছু পড়তে বা বানান করতে অক্ষম হওয়াকে বুঝায়) ভুগেছেন। তাই পড়াশুনা করতে গিয়ে প্রায়ই তালগোল পাকিয়ে ফেলতেন সানি। কথা বলতেন বেশ অগোছালোভাবেই। এজন্য এক শিক্ষক তাকে টেলিপ্রম্পটার (বক্তা যে পর্দা দেখে নিজের বক্তব্য রাখেন তাকে টেলিপ্রম্পটার বলে) ব্যবহার করতে বলেছিলেন।
এমন বক্তব্য শুনে সানি উত্তর দিয়েছিলেন, আমাকে বলে দিন কী বলতে হবে, আমি মনে রাখব। শৈশবের এমন ঘটনা শুনে অনুষ্ঠানের উপস্থাপক সানিকে জিজ্ঞাস করেন, কঠিন সে পরিস্থিতি কীভাবে সামলিয়েছিলেন?
এ প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেলেন অভিনেতা। জানান, স্কুলে আমার আইকিউ পরীক্ষায় নাম্বার পেয়েছিলাম ১৬০- এর বেশি। তাই কোনো সমস্যাই তেমন বড় আকারের হয়ে ওঠেনি।
ওই অনুষ্ঠানের ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা সানির মুখে আইকিউ পরীক্ষার নাম্বার শুনে হাসি আর থামাতে পারছেন না। কারণ পৃথিবীতে আইকিউ পরীক্ষার নাম্বার ১৬০-এর বেশি পেয়েছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন।
তাই ওই ভাইরাল ভিডিওতে নেটিজেনরা শুরু করেন নেতিবাচক মন্তব্য। একজন লেখেন, আইনস্টাইনকে দিয়ে ওপেনহাইমার ( পারমাণবিক বোমা আবিষ্কারক) ক্যালকুলেশন করাতেন, আর আইনস্টাইন সেই অঙ্কের ক্যালকুলেশন নিয়ে সানি পাজির কাছে আসতেন।
আরেক নেটিজেন লেখেন, ১৬০-এর বেশি না, আড়াই কিলোর আইকিউ। কেউ আবার লিখেছেন, ছোটবেলায় আইকিউ ১৬০ ছিল, এখন ১.৬০ হয়ে গিয়েছে।
এমন মন্তব্যে অভিনেতা নিজেই এখন পস্তাচ্ছেন। আর নেটিজেনদেরও হয়েছেন হাসির পাত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।