বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য হচ্ছেন। জানা গেছে, আগামী ২৪ মার্চ ফেডারেশনের নির্বাচন। এরপরই গঠিত হবে নতুন কমিটি। আর এবারের কমিটির জন্য নির্বাচন হলেও ভোটের লড়াই হচ্ছে না। কারণ একটি প্যানেল জমা পড়েছে। যার ফলে, এ প্যানেলের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায়।
প্রার্থী হিসেবে এই প্যানেলে সদস্য হিসেবে আছে নায়িকা অপু বিশ্বাসের নাম। কিন্তু হঠাৎ কাবাডি খেলার সঙ্গে কেন যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? উত্তর তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি অভিনয়ের বাইরেও ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। সেই ভিন্ন কিছু করার তাগিদ থেকেই কাবাডি ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়া।’
বাংলাদেশ জনপ্রিয় খেলাগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট ও ফুটবল। এ দুটো বাদ দিয়ে কাবাডিকে কেন বেছে নিলেন তিনি? উত্তরে অপু বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা তাই। এর আবেদন বা জনপ্রিয়তা এখনও অনেক। এটি আন্তর্জাতিক ফেডারেশন, গুরুত্ব ও মর্যাদা দুইই রয়েছে।’
জানা গেছে, কাবাডি ফেডারেশনে অপু যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই ফোডারেশনে নারী নেতৃত্বের নতুন ধারার সৃষ্টি হলো। কারণ পুরো কমিটিতে একমাত্র নারী প্রার্থী হিসেবে অপু একাই।
এদিকে, আগামীকাল মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘প্রিয় কমলা’। আর আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এটি প্রদর্শিত হবে চ্যানেল আইয়ে। ছবিতে অপুর নায়ক বাপ্পি চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবান ২’ ছবিটি। এতেও তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



