স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের কথা, ফুটবল প্রেমীরা কখনোই ভুলবেন না। বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের শিকার হয়েছিল নেইমারের ব্রাজিল। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। এ টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা নয়, জার্মানিকে চান ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন।
সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চাই। আমরা এটাও জানি আর্জেন্টিনার ফুটবল কেমন, তারা প্রতারণা করে। যখন তারা ম্যাচে এগিয়ে থাকে, তখন তারা কেমন কাজ করে, আমরা জানি। বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি।
গত বছর অলিম্পিকে ছেলেদের ফুটবলের সোনা জিতেছিল ব্রাজিল। এ টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। সেই ম্যাচটি সম্পর্কে তিনি বলেন, জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ওই ৭-১ গোলের শোধ নিতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।