বিনোদন ডেস্ক : শেষ ছবি ‘থাগস অব হিন্দোস্তান’-এ ‘আমিরি’ ভাবমূর্তি পাওয়া যায়নি একেবারেই। ভক্তকুল একপ্রকার হতাশ হয়েই বেরিয়েছিলেন সিনেমা হল থেকে। তার কারণ আমির খান নিজে। তিনি গত বেশ কয়েক বছরে একটার পর একটা এমন সব ছবি উপহার দিয়েছেন ভারতীয় দর্শকদের যে, তাঁর ছবি মানেই প্রত্যাশার পারদ চড়ে যাওয়া। তাই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর কোনও একটা ছবি সবদিক থেকে ‘পারফেক্ট’ না হলেই হতাশ হয়ে পড়েন দর্শকরা।
তবে এবার আর কোনও ‘পারফেকশন’-এ ঘাটতি রাখতে চাইছেন না আমির। তাঁর পরের ছবি ‘লাল সিং চাড্ডা’। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আমির নিজেই। আর সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ‘পারফেকশনিস্ট’। নিজেকে বদলেছেন। অল্পবয়সী লাল সিং চাড্ডাকে ফুটিয়ে তুলতে ২০ কেজি ওজন কমাবেন। সূত্রের খবর, আপাতত ওজন কম রাখার জন্য আমির স্পেশাল ডায়েট চার্ট মেনে চলছেন। খাচ্ছেন সবজি-রুটি আর কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার। সেপ্টেম্বরের পর তিনি নানারকম প্রশিক্ষণ নিতে শুরু করবেন। নিজেকে তৈরি করার এইসব দিকগুলিই বুঝিয়ে দিচ্ছে যে, ইতোমধ্যেই তিনি ছবির মধ্যে ঢুকে পড়েছেন পুরোদমে। চলতি বছরের নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
‘ফরেস্ট গাম্প’ ৬টি বিভাগে অস্কার পেয়েছিল, সেরা ছবি, সেরা অভিনেতা (টম হ্যাঙ্কস), সেরা পরিচালক (রবার্ট জেমেকিস), চিত্রনাট্য, সম্পাদনা ও ভিজুয়াল এফেক্টস। টমের কেরিয়ারের অন্যতম সেরা ছবি ছিল ‘ফরেস্ট গাম্প’। সূত্রের খবর, টমের ‘ফরেস্ট গাম্প’-এর নির্মাতারা এই খবর জেনে খুশি যে, এর হিন্দি রিমেকে আমির খানের মতো দক্ষ একজন অভিনয় করছেন। আর, আমির এই ছবির সঙ্গে যুক্ত আছেন জেনেই তাঁরা এই ছবির হিন্দি রিমেকে অনুমতি দিয়েছেন। ছবির সব কিছু চূড়ান্ত হতে ৫ বছরেরও বেশি সময় লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।