যে কারণে সৈয়দপুরে এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

যে কারণে সৈয়দপুরে এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

জুমবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

যে কারণে সৈয়দপুরে এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৮টায় স্থানীয় দলীয় কার্যালয়ে সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, শামসুদ্দীন অরুণ, রওশন মাহানামা, সদস্য রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, ফেরাজ উদ্দিন ফেরাজ, আলতাফ হোসেন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খাঁন প্রমুখ।

সভায় বক্তারা সৈয়দপুর উপজেলায় ইতিবাচক উন্নয়নে বৈষম্য ও দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এমপি আদেলকে সৈয়দপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া আগামী ২৪ জুলাই ইউনিয়ন কমিটি গঠনের পর আগামী ৩০ জুলাই সাধারণ সভার আহ্বান করা হবে। এতে এমপি আদেলের সকল নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা হবে বলে জানান নেতাকর্মীরা।

রাস্তায় বসে সবজি বিক্রি করছেন অভিনেত্রী!