বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে নতুন গ্রহের খোঁজ পাওয়া এখন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যে গ্রহের খোঁজ পাওয়া গেছে, তা অন্য গ্রহগুলোর চেয়ে কিছুটা আলাদা। এই গ্রহ পুরোটাই সমুদ্রে ভরা বলে মনে করা হচ্ছে। তবে এটি মানুষের বসবাসের যোগ্য কিনা—তা নিশ্চিত করতে পারেননি বিজ্ঞানীরা।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়ে এই গ্রহের অস্তিত্ব। বিজ্ঞানীরা বলছেন, গ্রহটি পৃথিবী থেকে ৭০ আলোকবর্ষ দূরে। এটি পৃথিবীর দ্বিগুণ।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে গ্রহটির কয়েকটি বৈশিষ্ট্য। এতে জানা যায়, গ্রহটিতে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকতে পারে। এর পুরো ভূমিতেই সমুদ্র রয়েছে। দেখতে মনে হতে পারে ওয়াটারওয়ার্ল্ড। এতে হাইড্রোজেন গ্যাস বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, পানির এমন অস্তিত্ব থাকলেও গ্রহটিতে মানুষে থাকতে পারবে কিনা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেখানকার সমুদ্রের তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপরও সেখানে পানি থাকা অস্বাভাবিক কোনো ঘটনা নয়।
এর আগে সম্প্রতি এমন একটি গ্রহ পাওয়ার দাবি করেন কানাডার একদল বিজ্ঞানী। তারা ওই গ্রহের নাম দেন টিওআই–২৭০ ডি। তবে তারা বলছেন, এই গ্রহে তাপমাত্রা ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।