আন্তর্জাতিক ডেস্ক : আট শ ১৬ বছর আগে ১২০৭ সালে জন্ম হয়েছিল পারস্যের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন রুমির। তার জন্ম প্রাচ্যের এক অখ্যাত গ্রামে যা বর্তমানে জিকিস্তানের বখশ নগরে অবস্থিত। সেই সময় মোঙ্গল শাসক চেঙ্গিস খানের আক্রমণের মুখে পরিবারের সঙ্গে কনিষ্ঠ সদস্য রুমিকে পালিয়ে বেড়াতে হয়েছে। পারস্যের খোরাসানের পথে একসময় রুমির পরিবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে যায়। তারা আশ্রয় নেন সিরিয়াতেও। সেখানে দামেস্কে ও আলেপ্পো শহরে পড়াশোনা করেন রুমি। পরে চলে যান তুরস্কের কোনিয়া শহরে। সেখানেই জীবনের শেষ ৫০ বছর কাটিয়ে চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
সুফি কবি জালাল উদ্দিন রুমির সৃষ্টিকর্ম গভীরভাবে প্রভাবিত হয়েছিল কুরআন ও প্রকৃতির মাধ্যমে। পবিত্র কুরআনের শব্দ এবং রূপক রুমির সুফি কবিতায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তার সৃষ্টিকর্মে স্রষ্টার প্রতি নিরন্তন প্রেম এবং ঐক্যের অভিজ্ঞতা বর্ণনা করতে এসব ব্যবহার হয়েছে। কুরআন থেকে তুলে আনা রুপক তার কবিতায় সাবলিলভাবে উপস্থাপিত হয়েছে।
পবিত্র কুরআনে বিশ্বাসীদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে, স্রষ্টার নিদর্শন দেখা ও তা নিয়ে চিন্তা-ভাবনা করার। যা জালাল উদ্দীন রুমির প্রবল কল্পনার শক্তিকে নিয়ে গেছে পৃথিবীর জীবন থেকে অন্তিতকাল পর্যন্ত। তার কল্পনা শক্তি সীমাহীন ও অনন্ত। বাঁশি থেকে পশুখাদ্য এমন সব সাধারণ শব্দেও লুকিয়ে আছে গভীর মমার্থ। স্রষ্টার প্রতি ভালবাসা এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রাণশক্তি হিসেবে কাজ করেছে রুমির সুফি কাব্যে।
প্রকৃতির সাধারণ জিনিসগুলো গুরুত্ব পেয়েছে রুমির সৃষ্টিকর্মে। প্রকৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক ও উপলব্দি নানা রুপে ফুটে উঠেছে তার কবিতা ও সুফি কর্মে। সূর্য তার সুফি কর্মে দেখা গেছে বিভিন্ন জায়গার দেখা গেছে সকালের আলো হয়ে। সেই সঙ্গে পানির উদাহরণ ঘুরে ফিরে এসেছে রুমির সাহিত্যকর্মে।
৩৭ বছর বয়সে রুমির জীবনে একটি মোড় ঘোরানো পরিবর্তন আসে। স্বাধীন চিন্তার অধিকারী আধ্যাত্মিক সুফিগুরু শামস তাবরিজের সঙ্গে সাক্ষাত হয় রুমির। রুমি তখন পর্যন্ত ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও প্রচারক। রুমি ও তাবরিজের প্রেম-বন্ধুত্ব বা শাগরেদির বয়স মাত্র তিন বছর। এর মধ্যে রুমি একজন পরিপূর্ণ সুফিতে পরিণত হন। তাবরিজের শিক্ষা রুমির চিন্তা ও চেতনাকে আলোড়িত করে সারা জীবন। রুমি হয়ে ওঠেন আধ্যাত্মিক সাধক থেকে সুখ্যাত সুফি কবি। হাজারো আধ্যাত্মিক কবিতা ও মহাকাব্য মসনবীর সুবাদে হয়ে রুমি হয়ে ওঠেন কালজয়ী সুফি কবি। নিবন্ধটি পড়তে এখানে ক্লিক করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।