অনেক সময় আমাদের এন্ড্রয়েড ফোনে ফ্যাক্টরি রিসেট করার প্রয়োজন হয়। বিশেষ করে ফোনে কোন ত্রুটি দেখা দিলে অথবা ভাইরাসের সমস্যা হলে এটি বেশ উপকারে আসে। তাছাড়া সফটওয়্যার এর কোন বড় ধরনের সমস্যা হলে অথবা ম্যালওয়ার থেকে বাঁচার জন্য হলেও ফ্যাক্টরি রিসেট করার দরকার।
আমাদের দেশে পুরনো ফোন অনেক বেশি বিক্রি হয়ে থাকে। এ সময় আগের ফাইল সব মুছে ফেলার জন্য ফ্যাক্টরি রিসেট করার দরকার হয়। তবে তার আগে আপনাকে জানতে হবে এন্ড্রয়েড ফোনে কীভাবে সঠিক উপায়ে ফ্যাক্টরি রিসেট করতে হয়।
সবার আগে আপনাকে ফোনের সেটিং অপশনে প্রবেশ করতে হবে। স্যামসাং, শাওমি, রেডমি, অপো অথবা অন্য যেকোনো ব্র্যান্ডের ফোন হোক না কেন সেখানে ম্যানেজমেন্ট বা জেনারেল ম্যানেজমেন্ট এর অপশন থাকবে। সেখান থেকে আপনাকে রিসেট বাটনে ট্যাপ করতে হবে।
তবে অনেক সময় সরাসরি রিসেট অপশন দেখতে পাওয়া যায়। ফ্যাক্টরি রিসেট করার সময়ে আপনার মোবাইলের যেসব অ্যাপ্লিকেশন অথবা তথ্য পুরোপুরি মুছে যাবে তারা লিস্ট দেখতে পাওয়ার কথা। সবকিছু ভালোমতো চেক করে নিন এবং আরো একবার সিদ্ধান্ত নিয়ে নিন আপনি ফ্যাক্টরি রিসেট করবেন কিনা।
যদি ফাইনাল ডিসিশন নিয়ে থাকেন যে ফ্যাক্টরি রিসেট করবেন তাহলে রিসেট বাটনে প্রেস করলেই ফোনটির রিসেট প্রসেস শুরু হয়ে যাবে। এরপর আপনাকে কয়েক মিনিট ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। বিভিন্ন ব্র্যান্ডের ফোন অনুপাতে এটি কয়েক মিনিট সময় লাগে।
রিসেট হওয়ার পুরো প্রক্রিয়ার সময় আপনাকে কিছুই করতে হবে না। রিসেট হয়ে গেলে ফোনটি অটোমেটিক্যালি রিবুট হয়ে যাবে। রিবুট হয়ে যাওয়ার পর ফোনটির ডিসপ্লের নির্দেশনা অনুসরণ করুন এবং সামনে এগোতে থাকুন। এভাবে পুরো সেটআপ প্রক্রিয়া শেষ করে ফেলুন। ফোনটি রিসেট করার আগে গুরুত্বপূর্ণ তথ্য এবং ফাইল ব্যাকআপ করে রাখা ভালো। যদি মোবাইলে তেমন গুরুত্বপূর্ণ ফাইল না থাকে তাহলে এ বিষয় নিয়ে চিন্তার কিছু নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।