যে ফোন একবার চার্জ করলে চলবে টানা ৭ দিন

Energizer

ব্যাটারি একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাটারি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষনা করে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন আবিষ্কৃত এই ব্যাটারির মাধ্যমে ফোনটিতে মিলবে আইফোনের তুলনায় তিনগুণ বেশি ব্যাকআপ।

Energizer

দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময় আমাদের স্মার্টফোনে কাটাতে হয়। এজন্য ব্যাটারির ব্যাকআপ নিয়ে মানুষের দুশ্চিন্তা এবং অভিযোগের কোন শেষ নেই। স্মার্টফোনের ব্যাটারির ব্যাকআপ যত বেশি সে ফোনটি চালাতে তত সুবিধাজনক হয় কাস্টোমারদের।

ব্যাটারির ব্যাকআপের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের কোম্পানি Energizer এমন একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছেন যেটি একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে। ফোনটির মডেল হচ্ছে Energizer P28K।

ফোনটির ব্যাটারি ২৮ হাজার মেগাহার্জ হওয়ায় এটি ওজনে বেশ ভারী হবে। তিন সেন্টিমিটার পুরু স্মার্টফোনটির ওজন 500 গ্রামের কাছাকাছি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে দেড় ঘন্টা। চার্জ হয়ে গেলে ফোনটি দিয়ে একটানা ১২২ ঘন্টা কথা বলা সম্ভব হবে।

আবার ফোনটি ব্যবহার করা না হলে তিন মাসের বেশি সময় ধরে ব্যাটারি সচল থাকবে। একটানা ১১ ঘণ্টা ওয়েবসাইটে বিভিন্ন কাজ করা সম্ভব হবে এই ডিভাইসটির মাধ্যমে। স্মার্টফোনটির স্ট্যান্ডবাই সময় ২২৫২ ঘন্টা।

যুক্তরাষ্ট্রের কোম্পানির এই বিশেষ স্মার্টফোনটির ডিসপ্লের দৈর্ঘ্য হবে ৬.৭৮ ইঞ্চি। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দ্বারা ফোনটি চালিত হবে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে ব্যবহারকারীকে সন্তুষ্ট থাকতে হবে।

তবে এই স্মার্টফোনটিতে ফাইভ-জি প্রযুক্তি সাপোর্ট করবে না। অক্টোবরের দিকে স্মার্টফোনটি বাজার পাওয়া যাবে। স্মার্টফোনটির আনুমানিক বাজার মূল্য হতে পারে বাংলাদেশী মুদ্রা অনুযায়ী ৩০ হাজার টাকা।