আন্তর্জাতিক ডেস্ক : আম্বানি পরিবার। ভারতের সবচেয়ে ধনী পরিবারের তালিকায় শীর্ষে। সেই পরিবারের মেয়ে বলে কথা। মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি। ঈশার বিয়ে হয় ২০১৮ সালের ডিসেম্বর মাসে। বিয়ে নিয়ে হয় বেশ তুলকালাম।
ঈশার বিয়েতে দেশ ও বিদেশের বহু খ্যাতিমান ব্যক্তিরা দাওয়াত পান। তাদের যাতায়াত ও থাকার জন্য আম্বানি পরিবারের ছিল এলাহি কাণ্ড। অতিথিদের জন্য মুকেশ আম্বানি ভাড়া করেছিলেন ২০০ বিমান।
বিয়ের অনুষ্ঠান ছিল রাজস্থানে। তাই গোটা রাজস্থানজুড়েই নানা সাজে সাজানো হয়েছিল। দুবছর পেরিয়ে এখনো সেই বর্ণিল সাজ কেউ টপকাতে পারেনি।