জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখনো অভিনয়ে নিয়মিত ৫৪ বছর বয়সী অজয়। প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন মোটা অঙ্কের পারিশ্রমিক।
অজয় অভিনীত ‘শয়তান’ সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, এ সিনেমার জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নেন অজয়। তবে, অস্কার জয়ী এক সিনেমায় অভিনয় করে প্রতি মিনিটের জন্য তিনি ৪ কোটি ৩৭ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।
এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটিতে রাম চরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। এটি অস্কার পুরস্কার লাভ করে।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘ট্রিপল আর’ সিনেমায় অজয় দেবগনের উপস্থিতি ছিলো ৮ মিনিট। এজন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য অজয় ৪ কোটি ৩৫ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি।
অজয় দেবগনের হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায়— ‘সিংহম এগেইন’ ও ‘ময়দান’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় ‘লেডি সিংহম’ রূপে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।