বিনোদন ডেস্ক: ভারতে মুক্তি পেয়েছে নতুন চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির আগে কোনো আলোচনা না থাকলেও বর্তমানে সিনেমাটি আলোচনার কেন্দ্রে রয়েছে। এমনকি আন্তর্জাতিক মুভি ডাটাবেজ আইএমডিবিতে ১০ এর মধ্যে ১০ রেটিং পেয়েছে। যা রেটিংয়ে রেকর্ড গড়েছে।
তবে এবার এক ভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারতের মধ্যপ্রদেশের রাজ্য সরকার। পুলিশদেরকে সিনেমাটি দেখতে বিশেষ ছুটি ঘোষণা করেছে।
সোমবার (১৪ মার্চ) রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র গণমাধ্যমে জানান, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি দেখতে মধ্যপ্রদেশের পুলিশরা বিশেষ ছুটি পাবেন। ইতোমধ্যে পুলিশপ্রধান সুধীর সাক্সেনাকে এই নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিনেমাটির করমুক্ত ঘোষণা করেছে বিজেপিশাসিত চার রাজ্যে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় এই চার অঞ্চলে সিনেমাটি চলাকালীন সময়ে কোনো কর দিতে হবে না।
বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার পর থেকে প্রায় ৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহে ৭৫ কোটি রুপি আয় হওয়ার সম্ভাবনা আছে।
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।