আমেরিকান রেডিও ব্যক্তিত্ব ডেভ র্যামজি অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন আর্থিক সমস্যা থেকে উত্তরণসহ সঞ্চয়ের বিভিন্ন ধাপ নিয়ে নানাবিধ সূত্র ও পরামর্শ দিয়ে থাকেন। সম্প্রতি ১০ হাজার মিলিয়নিয়ারের ওপর একটি গবেষণা করেছেন তিনি। জানার চেষ্টা করেছেন মিলিয়নিয়াররা কোথায় বিনিয়োগ করেন এবং তাঁরা কোন পেশায় কাজ করেন। রেমসির প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই ৫ পেশার মানুষ দ্রুত মিলিয়নিয়ার হতে পারেন।
আইনজীবী
আমেরিকায় ‘মানি মেকার’ পেশাজীবীর ক্রমে ৫ নম্বরে আছেন আইনজীবীরা। ব্যক্তিগত, ব্যবসায়িক ও সরকারি নানা আইন বিষয়ে পরামর্শ দেন আইনজীবীরা। আদালত বা সালিসে মক্কেলদের হয়ে প্রতিনিধিত্ব করেন। বিধিমালা অনুযায়ী আইনি নথি ও চুক্তিগুলো প্রস্তুত, পর্যালোচনা ও সমাধান দিয়ে থাকেন তাঁরা। সফল হওয়ার জন্য আইনজীবীদের সংশ্লিষ্ট জ্ঞান, সমস্যা সমাধান ও গবেষণার দক্ষতা প্রয়োজন হয়। এমন বিজ্ঞ আইনজীবীদের চাহিদাও থাকে অনেক। যেহেতু সমাজে তাঁদের প্রয়োজন সব সময়ই, তাই এ পেশার আবেদন কখনো কমে না। যত ভালো আইনজীবী হওয়া যাবে, কেইস ততই বেশি। আর কেইস বেশি হলে আয়ও বেশি।
ব্যবস্থাপক বা ম্যানেজার
যেকোনো কর্মক্ষেত্রেই মালিক বা স্বত্বাধিকারীর পর ব্যবস্থাপকের স্থান। তাঁকে বিভিন্ন দক্ষতার অধিকারী হতে হয়। প্রতিষ্ঠানের আয়, যোগাযোগ, ব্যবস্থাপনাসহ সব ব্যাপারেই নজর রাখতে হয়। যেহেতু অন্যান্য কর্মীর চেয়ে তাঁর কাজ ও দক্ষতা বেশি, তাই তাঁর বেতনও হয় উচ্চমানের। রেমসির গবেষণার ফলাফল থেকে জানা যায়, আমেরিকার ব্যবস্থাপনার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত মিলিয়নিয়ার হয়ে থাকেন
অ্যাকাউন্টেন্ট
দ্বিতীয় দ্রুততম মিলিয়নিয়ার হয়ে থাকেন বিভিন্ন উচ্চ ডিগ্রিধারী ও দক্ষতা সম্পন্ন একাউন্ট্যান্টরা। একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) কিংবা সিএ করা অভিজ্ঞ আর্থিক পেশাদার তার সামগ্রিক দায়িত্বের জন্য ভাল আয় করে থাকেন। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, অডিট পরিচালনা, রাজস্বের হালনাগাদ ও অ্যাকাউন্ট পরিচালনর মত বড় দায়িত্বগুলো তার। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো উচ্চ বেতনে এই সংশ্লিষ্ট লোকেদের নিয়ে থাকেন।
শিক্ষক
আমেরিকার শিক্ষকরা ব্যবস্থাপনা পেশার ব্যক্তিদের চেয়ে দ্রুত মিলিয়নিয়ার হয়ে থাকেন। বিশেষ করে সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ ও গবেষণায় সংশ্লিষ্ট শিক্ষকগণ বেশি টাকা আয় করে থাকেন। বাংলাদেশে যদিও এই চিত্র অনেকটাই বিপরীত।
প্রকৌশলী
সাধারণ ইঞ্জিনিয়ারিং সমূহের মধ্যে পেট্রোলিয়াম বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের বেতন সবচেয়ে বেশি। এরপরই আছে ক্যামিকেল ইঞ্জিনিয়ার, কম্পিউটার (সায়েন্স) ইঞ্জিনিয়ার, এয়ারোস্পেস/অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ার, রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি। প্রত্যেক ইঞ্জিনিয়ারিং লাইনে কিছু শাখা-প্রশাখা আছে, আলাদাভাবে হিসেব করলে সেগুলো অন্যান্য ইঞ্জিনিয়ারদেরও ছাড়িয়ে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।