জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকার চাল ৩০ টাকায় নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না। যারা বিদেশি সহযোগিতায় ক্ষমতায় যেতে চায়, তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।’
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরান মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নায়েবে আমির বলেন, ‘গত ৫ আগস্ট আধিপত্যবাদের পরাজয়ের মাধ্যমে দেশের মানুষ নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।’
তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে কতিপয় সংস্কার জরুরি। সংস্কারবিহীন নির্বাচন যেমন অর্থবহ হবে না, তেমনি নির্বাচন না করে সংস্কারের জন্য সময়ক্ষেপণ এদেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।
ডা. তাহের বলেন, ‘৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলামবিদ্বেষী ভারতেরও পরাজয় হয়েছে। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের আর চলতে দেবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক—এই প্রতিবেশী দেশ কখনও তা চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে তারা ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকার চাল ৩০ টাকায় নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না। যারা বিদেশি সহযোগিতায় ক্ষমতায় যেতে চায়, তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।’
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন মুফতি আমির হামজা। প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমান, মাওলানা ইয়াহিয়া তাকী প্রমুখ।-ইউএনবি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel