আন্তর্জাতিক ডেস্ক : ১৯৩৫ সালে মার্গারেট সানগেরকে একটি সাক্ষাত্কার দেন মহাত্মা গান্ধী। ওই সাক্ষাত্কার থেকে জানা গেছে, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে ছাড়া নারী-পুরুষের মিলন মোটেও ভালোভাবে দেখতেন না মহাত্মা গান্ধী। এ বিষয়ে মহাত্মা গান্ধীর অভিমত ছিল, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে বা প্রয়োজন না থাকলে স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া উচিত নয়।
রুদ্রাংশু মুখোপাধ্যায়ের সম্পাদনায় দ্য পেঙ্গুইন রিডার পত্রিকায় ১৯৩৫ সালে সাক্ষাত্কারটি পুন: প্রকাশিত হয়।
মার্গারেট সানগেরকে দেওয়া ওই সাক্ষাত্কার থেকে জানা যায়, সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে ব্যতীত যে শারীরিক প্রেম, তাকে নিছক কামনা আখ্যা দিয়েছিলেন ভারতের ‘জাতির জনক’ মহাত্মা গান্ধী।
সেই সাক্ষাত্কারে গান্ধী সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছে ছাড়া শারীরিক মিলনকে পশু প্রবৃত্তির সঙ্গে তুলনা করেছেন। এমনকি নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে, কামনা শূন্য হওয়ার পরেই তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর প্রেম স্বর্গীয় রূপ ধারণ করে।
গান্ধী বলেন, ঠিক যেমন পেট ভরানো বা শরীরের পুষ্টির জন্য কেউ চকোলেট বা হুইস্কি খায় না, ঠিক তেমনই খাঁটি প্রেমের জন্য কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় না।
হুইস্কি আর চকোলেটও কামনা-বাসনার আরও একটি রূপ বলে মন্তব্য করেন মহাত্মা গান্ধী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।