জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দাফন রংপুরেই হবে। এজন্য রংপুরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার (১৬ জলাই) রংপুর ঈদগাহ মাঠে এরশাদের মরদেহে শ্রদ্ধা জানানো শেষে মেয়র এ আহ্বান জানান।
Advertisement
এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৪৮ মিনিটে রংপুর সেনানিবাসে হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে করে সোজা জানাজা স্থল রংপুর ঈদগাহ মাঠে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


