রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৮০) ও তার স্ত্রী সুর্বণা রায় (৭০)। রবিবার( ৭ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছাই। বাড়ির ভেতরে ডাইনিং রুমে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘর থেকে সুর্বণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে দুজনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
প্রতিবেশী দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার ৪০-৫০ বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান। রোববার সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। এরপর মই বেয়ে ভেতরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। পরে ডাইনিং রুমের দরজা খুলে দেখি দাদুর রক্তাক্ত লাশ আর রান্না ঘরে দিদার লাশ পড়ে আছে।
তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার আলী হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোজাফফর হোসেন জানান, এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনার জন্য এরইমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে—বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



