রংপুরে সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে মারধর ও জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে কয়েকজন জুলাই যোদ্ধা পরিচয়ধারী যুবকের বিরুদ্ধে।
ঘটনা ঘটেছে রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে।
ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদল দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনে কর্মরত। জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর তার লেখা ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা’ শিরোনামের সংবাদ প্রকাশের পর ওই হামলার ঘটনা ঘটে।
বাদলকে নগরীর কোর্ট মসজিদ এলাকা থেকে রকি নামে এক যুবকের নেতৃত্বে ৭-৮ জন তুলে নিয়ে সিটি করপোরেশনের প্রধান ফটকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে টেনে নতুন ভবনের দ্বিতীয় তলার প্রধান নির্বাহীর রুমের সামনে নেওয়া হয় এবং ক্ষমা চাওয়ার জন্য চাপ দেওয়া হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা তখন কক্ষে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বাদলকে উদ্ধার করেন।
রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, “সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে—এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে নিয়ে মারধর করা নজিরবিহীন ও উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করছি।”
সিটি প্রেসক্লাব রংপুর’র সভাপতি স্বপন চৌধুরী বলেন, “নেপথ্যের ইন্ধনদাতাসহ জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। সাংবাদিকদের হেনস্তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, “সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে একজনের নাম জানা গেছে।”
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রতিবাদে সাংবাদিক নেতারা আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।