জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভর্তি,পরীক্ষাসহ অন্যান্য ফি জমা দিতে চালু হয়েছে রকেট সেবা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত হয়েছে রকেটের মাধ্যমে বিভিন্ন ফি প্রদানের ম্যানুয়াল। রাতেই চালু হবে নগদ সেবা। বুধবার (২৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন,ইতিমধ্যেই রকেট সেবা যুক্ত হয়েছে। আজ রাতের মধ্যে নগদ সেবাও চালু হবার কথা রয়েছে। নগদ কর্তৃপক্ষ সার্ভিস চালু করলে সেটির ম্যানুয়াল আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করে দিব। রকেট সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা এখন যেকোন জায়গা থেকে সহজেই ফি জমা দিতে পারবে।
এসময় তিনি আরও বলেন, এখন ফি জমা দিতে যেসব সমস্যা হবে সেগুলো অভ্যন্তরীণ সমস্যা। ফি জমা দেয়ার সাথে একজন শিক্ষার্থীর কিছু বিষয় জড়িত।এখন যদি কোন শিক্ষার্থী ফি জমা দিতে সমস্যার সম্মুখীন হয়ে তাহলে আইটি দপ্তরে যোগাযোগ করলেই সেটি সমাধান করে দেয়া হবে৷ এক্ষেত্রে সরাসরি না এসে আইটি দপ্তরের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে। তাহলে সংশ্লিষ্টরা সমস্যা সমাধান করতে পারবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন অপারেটর যুক্ত করা হয়েছে।তবে আইটি দপ্তর এবিষয়ে বিস্তারিত জানে।
উল্লেখ্য, চলতি বছরের পহেলা এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দেয়ার সুবিধার্থে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের সাথে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।