Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফা বৈঠক করলো ভারত এবং চীনের সামরিক কমান্ডাররা। সোমবার সীমান্তে চলমান উত্তেজনার মাঝেই বৈঠকে বসেন তারা।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইরানের প্রেসটিভি এ খবর দিয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কোন সমঝোতা হয়নি বলেও জানায় তারা। দু’পক্ষের কমান্ডাররা এর আগে গত বৃহস্পতিবার বিতর্কিত আকসাই চীন-লাদাখ সীমান্তে চীনের অভ্যন্তরে প্রথম বৈঠকে বসে তারা।
এর আগে গত সোমবার গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে ভারতের ২০ সেনা নিহত হয় যার মধ্যে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। চীনের পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। সংঘর্ষের জন্য দু’দেশ পরস্পরকে দায়ী করেছে। ১৯৬৭ সালের পর এটিই ভারত ও চীন সীমান্তে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



