রচনা ব্যানার্জী বাংলা ইন্ডাস্ট্রির এক বিশেষ মুখ, যদিও শুধু বাংলা নয় এই অভিনেত্রীর জনপ্রিয়তার প্রসার সুদূর বিশ্ব। কারণ বাংলা বাদে মোট পাঁচটি ভাষার ছবি করেছেন তিনি। তাঁর সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। আর টলি মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আছেনই। যার সঙ্গে জুটি বেঁধে প্রায় ৩৫ টি ছবিতে অভিনয় করেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। তবে তিনি ইন্ডাস্ট্রি ছেড়েছেন প্রায় ১০ বছর হয়ে গেলো। এখন তিন বাংলার দিদি নং ওয়ান! এখন তিনি আমাদের সবার কাছে ‘দিদি নং ওয়ান’।
প্রায় ১২ বছরের অধিক সময় হয়ে গিয়েছে জি বাংলার “দিদি নং ওয়ান”-এ তিনি রাজত্ব করছেন। সেই হিসেবে তিনি আজ শুধু দেশেই নয় বিদেশেও খ্যাত। দেশ বিদেশের নানা মানুষ খেলতে আসেন “দিদি নং ওয়ান”-এ, তাঁদের জীবনের দিদি হয়ে ওঠার গল্প শেয়ার করেন নায়িকার সঙ্গে। দিদির অসাধারণ উপস্থাপনার জেরে দিনের পর দিন এই শো জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। অভিনেত্রী কিন্তু সমপরিমাণে খ্যাত সোশ্যাল মিডিয়াতেও। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে নানা রকমের ছবি পোস্ট করেন তিনি। যা দেখলে বোঝা দায়, তাঁর বয়স দিন দিন বাড়ছে না কমছে।
কখনও মিনিস্কার্ট, কখনো পেটে খোলা টপ পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন অভিনেত্রী। তাঁকে দেখলে এখনও তরুণ অভিনেত্রীরা হার মানবে। এখনও মনে হয়, বয়স কুড়ির দোরগোরায় আটকে রয়েছেন অভিনেত্রী। রচনার সৌন্দর্যের একমাত্র উপায়, লাউ এর জুস, উচ্ছের জুস। ৫০ ছুঁই ছুঁই নায়িকা তাঁর শরীর নিয়ে বরাবরই সচেতন। সঙ্গে তিনি ভীষণ নিয়মানুবর্তিতায় থাকেন। তিনি নিজের গ্ল্যামার ধরে রাখতে প্রচুর পরিমাণে জল খান।
চনা ব্যানার্জী মতে, অতিরিক্ত জল খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায়। রোদের হাত থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করেন। ডাক্তারই তাঁকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। এছাড়া রচনা বাইরের খাবার খান না। তিনি প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফল খান। সেটাই তাঁর সৌন্দর্য্যে ফুটে ওঠে। এছাড়াও তিনি নিজেকে সবসময় টেনশন মুক্ত রাখেন। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠেন এবং রাত দশটার মধ্যে শুতে চলে যান। ত্বকের পাশাপাশি চুলের যত্নে নারকেল তেল ব্যবহার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।