জুমবাংলা ডেস্ক : কেরালার রজনী চ্যান্ডি। বয়স ৬৯ বছর। বয়সটা ভাটির। এ বয়সে মানুষের শরীর চরমভাবে বার্ধক্য জানান দিতে থাকে। ত্বকে ভাঁজ পড়ে। চুল সাদা হয়ে যায়। চোখের পাতা অবনত হয়। অনেকে চলে যান চরম বার্ধক্যে।
কিন্তু রজনী চ্যান্ডিকে এর কোনোটিই স্পর্শ করতে পারেনি। উল্টো তার যে শারীরিক গঠন, চোখের চাহনি তাতে যুবতীদেরও হার মানায়। অনেক পুরুষ তাই তার ছবি দেখে অবাক নয়নে তাকিয়ে থাকেন। যুবতীরা তাকান হিংসার চোখে। ফলে অনেকেই তাকে নিয়ে ট্রল করেন। রজনী চ্যান্ডি ভারতের একজন গৃহিনী কাম অভিনেত্রী। সম্প্রতি তিনি ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেছেন। তাতে তার গ্লামার ফুটে উঠেছে। ধরা দিয়েছেন মোহনীয় ভঙ্গিতে। এসব ছবিকে তাই অনেকেই ‘টু সেক্সি’ ছবি বলে ট্রল করেছেন। আর সঙ্গে সঙ্গে তা ভাইরালও হয়েছে। দৃষ্টি আকর্ষণ করেছে অসংখ্য মানুষের। অবশ্য রজনী চ্যান্ডি এমনটা কখনো আশাও করেননি।
তাকে নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, তিনি একাধারে একজন গৃহিনী এবং অভিনেত্রী। তাকে সচরাচর দেখা যায় অভিজাত শাড়িতে। কিন্তু এবার তাকে দেখা গেছে জাম্পস্যুটে। লং ড্রেসে। জিন্স পরিচিত। আবার দেখা গেছে ডেনিমের একটি সংক্ষিপ্ত পোশাকে। আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে টাটকা সাদা ফুল মাথায় পরা। এসব ফুল তিনি নিজের বাগান থেকে সংগ্রহ করেছেন।
তাকে কেরালার স্থানীয় মিডিয়া বর্ণনা করেছে ‘বোল্ড এন্ড বিউটিফুল’ হিসেবে। রজনী চ্যান্ডির বসবাস কেরালায়। কিন্তু তিনি যেসব ছবি তুলে তা পোস্ট দিয়েছেন, তাতে ভ্রু কুঁচকেছেন অনেকে। কারণ, ভারতের দক্ষিণের এই রাজ্যটি রক্ষণশীল। সেখানে বেশির ভাগ নারী শালীন পোশাক হিসেবে পরেন শাড়ি অথবা প্রচলিত লংস্কার্ট। তবু তিনি ওইসব ছবি তুলে পোস্ট দিয়েছেন ফেসবুকে। এ বিষয়ে তিনি বিবিসিকে বলেন, এই ধারণাটি এসেছিল ২৯ বছর বয়সী ফটোসাংবাদিক আথিরা জয়-এর মাথা থেকে। মিস জয় বলেছেন, আমার নিজের মায়ের থেকেও রজনী কত বেশি আলাদা তা-ই আমাকে তার প্রতি আকৃষ্ট করেছে।
ভারতীয় নারীরা তাদের পুরো জীবন বিয়ে ব্যবস্থার অধীনে একটি অবরুদ্ধভাবে কাটিয়ে দেন। পরিবারকে দেখাশোনা করেন। একবার তাদের বয়স ৬০ বছরে পৌঁছলে তারা জীবনের অনেক কিছু ছেড়ে দেন। তারা নাতিপুতির নানী বা দাদীতে পরিণত হন। আমার ৬৫ বছর বয়সী মা-ও তাদের মতো। তিনি এই বয়সেই নানা রকম স্বাস্থ্যগত ঝুঁকিতে। কিন্তু তার থেকে রজনী চ্যান্ডি আলাদা। তিনি নিজেই নিজের যত্ন নেন। তিনি নিজেকে সুস্থ রাখেন। তিনি আকর্ষণীয়া। তিনি আবেদনময়ী। তিনি সুন্দরী। তিনি ফ্যাশন সচেতন। তার বয়স ৬৯ বছর। কিন্তু তার মন পড়ে আছে ২৯ বছর বয়সী যুবতীর সময়কালে, ঠিক আমার মতো।