বিনোদন ডেস্ক : আজকাল নিয়মিত শরীরচর্চার মন দিয়েছেন আলিয়া ভাট। জিমে গিয়ে অন্যান্য তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চা করছেন বছর ২৬ বছর বয়সী আলিয়া। আর আলিয়াকে কে শরীর চর্চা করাচ্ছেন জানেন? রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
হ্যাঁ, ঠিকই শুনছেন, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে শরীরচর্চার ভিডিও পোস্ট করেছেন ভাট কন্যা। যেখানে আলিয়াকে ডাম্বেল নিয়ে স্কোয়াট করাতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। দেখা যাচ্ছে, আলিয়া ক্লান্ত হয়ে গেলেও ১০০ পার একের পর এক সংখ্যা গুণেই চলেছেন ক্যাটরিনা। তবে ক্যাটরিনা রণবীরের প্রাক্তন হলেও তাঁর সঙ্গে রণবীরের বর্তমান আলিয়ার যে বেশ সখ্যতা রয়েছে সেকথা আলিয়া একাধিকবার স্বীকার করে এসেছেন। শুধু ক্যাটরিনাই নয়, রণবীরের আরও এক প্রাক্তন দীপিকার সঙ্গেও বেশ ভালোই সখ্যতা রেখে চলেন ভাট কন্যা।
তবে ক্যাট আলিয়াকে শুধু স্কোয়াট করিয়েছেন। এছাড়া অত্যাধুনিক জিমের বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে নানানভাবে শরীরচর্চা করতেও দেখা গেছে অভিনেত্রীকে। জিম করার পাশাপাশি অ্যান্টি গ্রাভিটি যোগাতেও মন দিয়েছেন আলিয়া।
কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ‘কলঙ্ক’ অভিনেত্রীর শরীরচর্চার ভিডিও। যেখানে ৭০ কেজির বারবেল নিয়ে ডেড লিফট করতেও দেখা যায় আলিয়াকে। অভিনেত্রীর এই ভিডিও পোস্ট করে জিমের ট্রেনার লিখেছিলেন, প্রথমবার ডেড লিফট শুরু করেই ২০ পাউন্ডের ডাম্বল তুলতে শুরু করেন অভিনেত্রী। মাত্র কয়েক সপ্তাহ পরেই ৫০ কেজির বারবেল তুলতে নিজেকে সক্ষম করে তোলেন। তারপর এটা ৬০ কেজি এবং পরে ৭০ কেজিতে পৌঁছোয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।