জুমবাংলা ডেস্ক : পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আগামী রোববার দেশের ২৮ জেলার ৩৫ উপজেলায় সংশ্লিষ্ট ৩৬টি নির্বাচনী এলাকার ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে। ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রবিবার ২০টি জেলার ২৯টি উপজেলায় ৩০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভা, জয়পুরহাট সদর পৌরসভা, বগুড়া সদর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা, রাজশাহীর চারঘাট পৌরসভা, একই জেলার দুর্গাপুর পৌরসভা, ঝিনাইদহের মহেশপুর পৌরসভা, একই জেলার কালীগঞ্জ পৌরসভা, যশোরের কেশবপুর পৌরসভা, ভোলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জামালপুরে চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে- জেলার সদর, দেয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভা।