জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানেও নামাজসহ সব ইবাদত স্থগিত করা করা হয়েছে।
সম্প্রতি দুই মসজিদ কর্তৃপক্ষ টুইটারে এ নির্দেশনার কথা জানিয়েছে।
Advertisement
ওই নির্দেশনার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের এই দুই মসজিদে রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, করোনা ভাইরাসে চরম বিপর্যয় আসার এখনো বাকী রয়েছে। দেশে দেশে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সতর্কতা দিলেন সংস্থার পরিচালক।
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৪ লাখ ৭৩ হাজারেরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।