বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্র শিল্পে প্রায় অর্ধশতাব্দী পার করেন তিনি। সময়ের সঙ্গে ভক্তদের কাছে হয়ে উঠেন ‘নায়করাজ’। তার বিপরীতে ওই সময়ের জনপ্রিয় নায়িকারা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম হলেন অঞ্জনা সুলতানা। নায়করাজ রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০১৭ সালের ২১ আগস্ট অসংখ্যু ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নায়করাজ। এই নায়কের বিপরীতে তিনি প্রথম অভিনয় করেন ‘অশিক্ষিত’ সিনেমায়। আজিজুর রহমান পরিচালিত এই সিনেমায় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এতে নায়করাজের সঙ্গে নাচেন অঞ্জনা।
এ গানের শুটিংয়ের স্মৃতিচারণ করে অঞ্জনা বলেন, গানটির শুটিংয়ের সময় রাজ্জাক ভাই আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। এর পরে নজরুল ইসলাম ভাই পরিচালিত ‘বিধাতা’ সিনেমার একটি গানের শুটিং করতে কাপ্তাই গেলাম। সেখানে স্পিডবোটে গানের একটি মুহূর্তে আমি পানিতে পড়ে যাচ্ছিলাম, রাজ্জাক ভাই তখন এমন শক্তভাবে আমাকে ধরে রাখলেন যে গানটি দেখে কেউ মনেই করবেন না আমি ভয় পাচ্ছিলাম।
‘রাজার রাজা’ সিনেমার শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছিল। সেই স্মৃতিচারণ করে অঞ্জনা বলেন—একটি ঘটনার কথা মনে পড়লে এখনো গা শিউরে উঠে। আলমগীর কুমকুম ভাই পরিচালিত ‘রাজার রাজা’ সিনেমার একটি অ্যা কশন দৃশ্য ছিল। এতে আমাকে ও রাজ্জাক ভাইকে একসঙ্গে বেঁধে ফেলা হবে। তারপর পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলা হবে। আমরা যেন ব্যথা না পাই তাই নিচে যথেষ্ট প্রোটেকশন দেওয়া হয়েছিল।
কিন্তু আমাদের হাতের রশিটা যেভাবে বাঁধার কথা ছিল ঠিক সেভাবে বাঁধা ছিল না। যখন নিচে লাফ দিলাম রশি ছিঁড়ে আমি ও রাজ্জাক ভাই দুইদিকে পড়ে গেলাম। আমি তো নিচে পরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে শুনলাম রাজ্জাক ভাই নাকি নিচে পড়ার পর শুধু বলছিলেন, কুমকুম ভাই অঞ্জনা কোথায়? আর পাগলের মতো করছিলেন। তারপর আমার মাথায় পানি দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাক ভাইও পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি কোনোদিন আপনার ঋণ শোধ করতে পারবো না রাজ্জাক ভাই। আজকে আমি অঞ্জনা হয়েছি তা শুধু আপনার অবদানে। আপনি সারাটি জীবন আমাদের মনের মণিকোঠায় রয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।