রস টেলরকে মুমিনুলদের গার্ড অব অনার, মুগ্ধ ক্রিকেটবিশ্ব (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টই রস টেলরের ক্যারিয়ারে সাদা পোশাকে শেষ ম্যাচ। এই ম্যাচটি বর্ণিল হোক, নিশ্চয় চাইবেন সাবেক এই কিউই অধিনায়ক।

আর টেলরের শেষ টেস্টটা আবেগময় করে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররাই।

টেলর ব্যাটিংয়ে নামার সময় তাকে গার্ড অব অনার দেন বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের এ আচরণে বিস্মিত ও অভিভূত নিউজিল্যান্ড। বিশ্বক্রিকেটেও প্রশংসিত হচ্ছে বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার সাগরে ভাসছেন মুমিনুল বাহিনী।

অনেকের মতে, বিপক্ষ দলের খেলোয়াড়কে এমন সম্মান জানিয়ে ক্রিকেটের সৌন্দর্যই প্রকাশ করেছে বাংলাদেশ দল।

কেউ কেউ বলছেন, স্পিরিট অব ক্রিকেট জেতার দাবি রাখে বাংলাদেশ দল।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে রোববার টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন মাঠে নামার প্রয়োজন পড়েনি রস টেলরের।

দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়েকে রানআউট করেন মেহেদী হাসান মিরাজ। তার পরই মাঠে নামেন টেলর।

টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান। একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন।

হাততালি দিয়ে টেলরকে অভিবাদন জানান টাইগাররা। এ সময় গোটা গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে যান। তারা টাইগারদের সঙ্গে হাততালি দিয়ে গার্ড অব অনারে যুক্ত হন।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে দিয়ে হেঁটে যান টেলর। তার আগে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে করমর্দন করেন তিনি।

সব মিলিয়ে এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখুন –

ব্যাট হাতে আজ অবশ্য বেশি দূর যেতে পারেননি টেলর। ইবাদতের বলে শরিফুল ইসলামের ক্যাচে পরিণত হওয়ার আগে ৩৯ বল খেলে ২৮ রানের ইনিংস খেলেন টেলর।

১১১ টেস্ট, ২৩৩ ওডিআই ও ১০২ আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলা এই ব্যাটারের টেস্টে অভিষেক ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১১১ টেস্টে ৪৪.৭৬ গড়ে রান করেছেন ৭৬৫৫। সেঞ্চুরি ১৯টি। ৩৫টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ২৯০।

২০০৮ ও ২০১৩-র মধ্যে টেলর ৫১ টেস্টে ৪০৯০ রান করেন। নিউজিল্যান্ডের মুকুটহীন ব্যাটিং সম্রাট বলা হয় তাকে।

১৫০ বছরের ইতিহাসে এই প্রথম যে কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক