বিনোদন ডেস্ক : রাখি সাওয়ান্তের স্বামী রিতেশকে কেন আলটপকা কথা বলা হয়েছে? কেন তাঁর বিরুদ্ধে অযথা কথা বলা হয়েছে? সেই প্রশ্ন তুলে এবার দীপক কালালকে চড় কষালেন রাখি সাওয়ান্তের ননদ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। যেখানে দেখা যায়, দীপক কালাল যখন একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন, আচমকা সেখানে দু’জন হাজির হন। একজন ক্যামেরার সামনে, অন্যজন ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দীপক কালালকে হুমকি দিতে শুরু করেন। শুধু তাই নয়, দীপক রাখির ননদ কষিয়ে এক থাপ্পড়ও মারেন দীপককে।
পাশাপাশি দীপক কালাল যাতে আর কখনও রাখি সাওয়ান্তের স্বামী রিতেশের বিরুদ্ধে অযথা কথা না বলেন, সে বিষয়েও সাবধান করে দেওয়া হয় অভিনেত্রীর প্রাক্তন বন্ধুকে।
প্রথমে রাখি সাওয়ান্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন কিন্তু পরে তা ডিলিট করে দেন তিনি। রাখি সরিয়ে ফেললেও, দীপক কালালের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।
রিতেশের সঙ্গে রাখির বিয়ের পর হুমকি দেন দীপক কালাল। তিনি বলেন, বিয়ের জন্য তাঁর থেকে ৪ কোটি নিয়েছিলেন রাখি। কথা দিয়েও যেহেতু দীপককে বিয়ে করেননি রাখি, তাই ওই ৪ কোটি ফেরত দিতে হবে বলেও দেওয়া হয় হুমকি। যদিও দীপক কালালের ওই দাবির প্রেক্ষিতে পালটা কেনও দাবি করেননি টেলিভিশনের ‘ড্রামা কুইন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।