রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডো উদ্ধার, নেওয়া হয়েছে বানৌজা শের-ই-বাংলায়

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর মীরকান্দা গ্রামের একটি খালে জোয়ারের পানিতে ভেসে আসা টর্পেডোটি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ দল। তবে কোথা থেকে এটি ভেসে এসেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

সোমবার সকালে দশ সদস্যের দলটি প্রথমে খাল থেকে টর্পেডোটি ডাঙ্গায় তোলে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে গাড়িতে করে সেটি পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌবাহিনীর শের-ই-বাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, টর্পেডো উদ্ধার করে বানৌজা শেরেবাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এটি মূলত অনুশীলন কাজে ব্যবহৃত হয় এবং ক্ষতিকারক কিছু নয় বলে উদ্ধারকারীরা জানিয়েছেন বলেও জানান তিনি ।

নৌবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে ওসি আরও বলেন, খালে ভেসে আসা টর্পেডোটি একটি প্র্যাকটিস ডামি টর্পেডো। সাবমেরিন ধ্বংসের কাজে যে মূল টর্পেডো ব্যবহার করা হয়, এটা তার ডামি। এটি নিয়ে ভয়ের কিছু নেই। সকালে এটি শেরেবাংলা নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। পরে এটির বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। তবে এটি কোন দেশের এখনই বলা যাচ্ছে না।

গতকাল রবিবার বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডো। ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীর শিশু কিশোররা জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসেন মৌডুবির কাটাখালী ভাঙার খালের মধ্যে। এরপর স্থানীয়রা এটিকে দেখতে জড়ো হন খাল পারে। পরে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদেরকে খবর দেয় স্থানীয়রা।

প্রচণ্ড গরমে ঢলে পড়লেন রিকশাচালক, প্রাণ বাঁচালো ট্রাফিক পুলিশ