চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনায় জমি ও মজুরি সংক্রান্ত বিরোধের জেরে এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. রহমত (৪৯) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত ও প্রতিবেশী মো. রেজাউলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। একইসঙ্গে ইট ভাঙানোর মজুরি নিয়েও রাতে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।
স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলেও রেজাউলের পরিবার লাঠি ও ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহমত পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।