জুমবাংলা ডেস্ক : এলএনজি সরবরাহ কম থাকার কারণে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) পর্যন্ত ঢাকার কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
রাজধানীতে গ্যাসের সমস্যা থাকবে শুক্রবার পর্যন্ত
তবে গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) শহরের অনেক এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকে। তবে রামপুরা, বনশ্রী, পুরানো ঢাকার কিছু এলাকাতে চাপ কম।
এর আগে বুধবার তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় স্বল্প চাপ বিরাজ করবে।
এ বিষয়ে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool