জুমবাংলা ডেস্ক: আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ থেকে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এই বৃষ্টি টানা কয়েক দিন ধরে চলবে। একটি বড় মেঘমালা আছে। এ কারণেই বৃষ্টি হবে।
রবিবার দুপুরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে এ কথা জানান।
এর আগে, আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান মোখার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বলেন, উপকূলের আরো কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা। এটা মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে সব শক্তি ও কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হচ্ছে। তাই বাংলাদেশে বৃষ্টি কমে গেছে। যখন স্থলভাগ অতিক্রম করবে, তখন বাংলাদেশে বৃষ্টি বেড়ে যাবে। সিলেট, ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টি বেড়ে যাবে।
চলতি মে মাসের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচণ্ড গরম পড়তে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে সাগরে দেখা যায় লঘুচাপ। ৭ মে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এর পর থেকে ধীরে ধীরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।